STORYMIRROR

🧚‍♀️Uhini🧚‍♀️ উহিনী

Romance Fantasy

4  

🧚‍♀️Uhini🧚‍♀️ উহিনী

Romance Fantasy

ওগো অভিমানিনী প্রিয়ে

ওগো অভিমানিনী প্রিয়ে

3 mins
268

©️🔒 Copyright Restricted

.

.

বিকেলের অস্তমিত সূর্যের লালাভ আলো পাশে বসা মেয়েটির মুখের স্নিগ্ধতাকে আরও খানিক বাড়িয়ে দিয়েছে। 

সেদিকে চেয়ে বৈদিক বলে উঠলো --"এখনও মুখ ফুলিয়ে থাকবে?"

-- "আমি মোটেই মুখ ফুলিয়ে নেই।"

-- "তাই নাকি!"

-- "হমম তাই।"

-- "কিন্তু আমি যে আমার পাশে একটা মুখ ফোলানো বিড়াল কে বসে থাকতে দেখছি।"

-- "কি! আমি বিড়াল!" কটমট করে তাকালো মেয়েটি।

-- " এই রে খুব ভুল হয়ে গেছে, তুমি তো লেডি বিড়াল।"

--" কি বললি তুই! আমি লেডি বিড়াল! ...তুই হুলো বিড়াল,তোর চোদ্দো গুষ্ঠি বিড়াল,,বলেই দুম দুম করে কয়েকটা কিল বসিয়ে দিল বৈদিক এর পীঠে।"

  রেগে গেলে মেয়েটির যে 'তুমি' থেকে ' তুই ' তে নেমে আসতে খুব একটা সময় লাগে না তা জানে বৈদিক ।


-- "আরে আরে ...আস্তে ..উই মা.. মরেই গেলাম।

      উফ্.. এত জোড়ে কেউ মারে নাকি! 

আচ্ছা , আচ্ছা বেশ আমি হুলো বিড়াল,আমার আত্মীয় স্বজন সবাই বিড়াল , আর সাথে তুমি হুলো বিড়ালের বউ মেনি বিড়াল,,এবারে ঠিক আছে!!" মুখ টিপে কোনমতে হাসিটাকে চাপার চেষ্টা চালাচ্ছে বৈদিক ।

যদিও তা মেয়েটির দৃষ্টিগোচর হচ্ছে না, তা হলে আরো কয়েক ঘা তার পিঠে পড়ত বৈ কি।

--" না, আমি তোমার বউ নই" কিঞ্চিত লাজুক চোখে অভিমানী কণ্ঠে বলে উঠলো মেয়েটি অর্থাৎ দৃশ্যা ।

-- "হমম, এখনও হওনি, তবে হতে তো বেশি দেরী নেই।

আমি তো কোনমতেই দেরী হতে দেবনা। খুব শিগগির ই তোমার বাড়িতে যাচ্ছি দাড়াও।"-- বৈদিক ।

--"আমি তোমার বউ হব না, আমি মোটেই তোমাকে বিয়ে করব না। -- দৃশ্যা। 

-- " এই রে ! কেন?" -- বৈদিক ।

-- "আমি তোমার ওপর রেগে আছি।"

--" আচ্ছা বেশ, তা কতটা রাগ করলে?"-- বৈদিক।

--" অনেককক... টা"- হাতদুটোকে দুদিকে ছড়িয়ে দিয়ে দেখালো দৃশ্যা ।

--" তা রাগ যখন হয়েইছে তখন এগুলো তো আমায় ফেরত দিয়ে আসতেই হয়, কারণ তুমি তো রেগে আছো আমার ওপর ,তুমি তো আর এগুলো নেবে না তাই না!"- বলেই পিছন থেকে লুকিয়ে রাখা হাত দুটো বের করে আনলো বৈদিক । তার এক হাতে পাপড়ি চাট, আরেক হাতে চকোলেট ফ্লেভার এর আইসক্রিম। 

এভাবেই তার আদুরে মেনির রাগ ভাঙায় বৈদিক প্রতিবার। অবশ্য রাগ ঠিক নয় ,অভিমান ই বটে। প্রিয় মানুষটার উপর অভিমান কর না হয়। সে জানে সমাজের জটিলতা,কলুষতা এখনও জায়গা করতে পারেনি দৃশ্যা -এর সরল মনে ৷ তাই তো সে সহস্র বার রাজি এই অভিমান ভাঙাতে।এতে তার ক্লান্তি লাগে না, আর না আছে কোনো বিরক্তি।

--" তুমি আমাকে একটুও ভালোবাসোনা, জানি আমি।

বাসবেই বা কেন? আমিতো তোমার কেউ হই না।" মুখ ফুলিয়ে বলে উঠলো দৃশ্যা ।

যদিও তার চোখ তখন বৈদিক এর হাতে থাকা জিনিসগুলোর দিকে। কিই বা করে,ওগুলো বড্ড প্রিয় যে তার।

হেসে ফেলে বৈদিক।


পাপড়ি চাট এর প্লেট থেকে একটা টুকরো দৃশ্যার মুখে ভরে দিয়ে বলে উঠলো--" ওগো মোর অভিমানিনী প্রিয়ে, তুমি আছো মোর এ হৃদয় জুড়ে " 

খেতে খেতেই বৈদিক এর কাছে সরে এসে একদম 

কোল ঘেঁষে বসলো দৃশ্যা । মাথা রাখলো তার কাঁধে।

এই ছেলেটার ওপর সে একদম রাগ করতে পারেনা।


বৈদিক ও দুহাতে আগলে নিল তার অভিমানিনী কে।।


  ততক্ষনে সূর্য্য ও ঢলে পড়েছে আকাশের কোলে।

হয়তো তার অভিমানের বাঁধ শুকনো খড় কুটোর মতো ভেসে গেছে আকাশের উথলে পড়া অফুরন্ত

ভালোবাসার  

ঢেউয়ের তোড়ে।।


"মান অভিমান ভাসিয়ে দিয়ে এগিয়ে নিয়ে আয়--


    তারে   এগিয়ে নিয়ে আয়॥  


চোখের জলে মিশিয়ে হাসি ঢেলে দে তার পায়--


    ওরে,    ঢেলে দে তার পায়। ।


আসছে পথে ছায়া পড়ে,   আকাশ এল আঁধার করে,   


  শুষ্ক কুসুম পড়ছে ঝরে, সময় বহে যায়--


    ওরে     সময় বহে যায়॥"


🍁সমাপ্ত🍁

                   ----------🧚‍♀️উহিনী🧚‍♀️

***************------------*************

  

পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।।

ভালো লাগল অনুসরণ করে পাশে থাকতে পারেন।।🌺🌺🌺🌺🌺🌺

🌸🌸🌸🌸

💮💮💮

🌷🌷

🌼



Rate this content
Log in

Similar bengali story from Romance