Rinki Banik Mondal

Inspirational

1  

Rinki Banik Mondal

Inspirational

সন্তানের খুশি( বিষয়- বইমেলা)

সন্তানের খুশি( বিষয়- বইমেলা)

1 min
753


ছোটবেলা থেকেই দীপ লেখালেখি করতে ভালোবাসে।কতবার ওর লেখা ম্যাগাজিনে ছাপাও হয়েছে।কিন্তু দীপের বাবা সমরেশবাবু মোটেও পছন্দ করেন না কি দীপ এইসব দিকে মন দিক।সমরেশবাবু পেশায় একজন ডাক্তার।তিনি চান ছেলেও ডাক্তার হোক।দীপ বাবার আপত্তি সত্ত্বেও লেখালেখি চালিয়ে যায়।সমরেশবাবু দীপের এই কান্ড দেখে একদিন ওর সমস্ত লেখার ডাইরি ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেন।এই ঘটনার পর থেকে দীপ সবকিছু থেকে নিজেকে কেরকম গুটিয়ে নিতে থাকে।দীপের মা প্রভাদেবী বুঝতে পারেন ছেলের এই করুন অবস্থা।তাই এইবার যখন প্রভাদেবী বইমেলায় গেলেন,দীপকে একরকম জোর করেই নিয়ে গেলেন সঙ্গে।দীপ তো বই মেলায় গিয়ে হতবাক।ওর লেখা গল্প,কবিতা একটি বই'র আকারে প্রকাশ পেয়েছে।আর এইটা করেছে ওর মা।সন্তানের খুশিই যে মায়ের খুশি।


Rate this content
Log in

Similar bengali story from Inspirational