সংলাপে পরিবেশরক্ষা
সংলাপে পরিবেশরক্ষা


কথোপকথনের আগে পরিবেশটা জানিয়ে দেই। শহরতলির একটি পার্কের পরিবেশ, যেখানে আছে পুকুর, কিছু গাছগাছালি আর শান্ত কিছু প্রাণী।
মা-----এই যে, এই যে শুনতে পাচ্ছে!
গা------কে, কে গো তুমি? কোথায় আছো দেখতে পারছি না গো তোমায়!
মা------তোমার পায়ের দিকে তাকাও, সেখানে আছি,
গা-----অহ, জলের মধ্যে তোমার রূপ রঙ চমৎকার দেখাচ্ছে। তা ডাকলে কেন?
মা-----তোমার সাথে কিছু কথা আছে দরকারী, দেখ সময় নিয়ে বসো
গা------তুমি বলো , আমি শুনছি
মা-----কাল ঐ পলাশ গাছটা কেটে দিয়ে গেছে দেখেছে তো! সেখানে একটা বসার জাগা করবে ওরা, ঐ গাছের যে কাকের বাসা টা ছিল ভেঙে পড়েছে, এর দুটো আর কোকিলের তিনটে বাচ্চা পড়েই মরে গেল, কেউ খেয়াল করলে না, আজ কিন্তু তোমার পালা।
গা ---- হ্যা দেখেছি, ও কতবার আমাকে ডাকছিল, কিন্তু, আমার যাবার উপায় নেই , বয়সের ভারত আমি নুব্জ। ঐ গিরগিটি টা ছুটতে ছুটতে তোমার গর্তে লুকিয়েছে, কেন্নগুলো কোথায় যাবে?
গা-----শুনলাম এই পার্ক আর থাকবে না, এখানে এটা শপিং মল হবে। কি করে প্রতিবাদ করবো আমরা বলতে পারো? চিৎকার করতে পারি না যে, রক্ত পরে না আমাদের, কে শুনবে আমাদের কষ্ট?
মা------তোমার সাথে আমারও এই শেষ দেখা। এই পুকুর থাকবে না গো, এখানে সুইমিং পুল হবে। তা হোক, আগুন লাগুক সবেতে, কোথায় জল পায় দেখি। এই মানুষেরা সব নোংরা জামাকাপড় কাচে এখানে, বাসন মাজে, তা করুক কিন্তু প্লাস্টিকের বোতল গুলো, কাগজ গুলো সব ফেলে আমাদের শরীরটাকে নষ্ট করে দিচ্ছে। অবিলম্বে যদি এই প্লাস্টিক ব্যবহার বন্ধ না করে তবে, এই মানুষের জীবন সংকটে বলেছিলাম।
গা------তুমি ঠিক বলেছ, কাটুক আমাদের, দেখি কতদিন ,কতদিন, আর কতদিন ইঁট কাঠ পাথরের মধ্যে অক্সিজেন পায় দেখবো আমরা।
কা -----দাদা আমি এর প্রতিশোধ নেব। তোমাদের কিছু করতে হবে না।
মা----ঐ দেখ, যন্ত্রপাতি নিয়ে এসেগেছে সেগুলো, আমি পালাই বাবা।
কা-----কা,কা ,কা, আমরা কাকের জাত, ঠক্কর মার লোকেদের মাথায়, একটা দাঁত যাতে বসাতে না পারে এরা মনে থাকে যেন।
পার্কে খেলতে আসা শিশুরা সব ঘিরে ধরেছে সেগুলো কে। জটলা ভর্তি মানুষেরা চিৎকার করতে করতে বেরিয়ে গেল। যন্ত্রপাতি ফেলে চলেছেন।