সংগ্রামী যোদ্ধা
সংগ্রামী যোদ্ধা


ছেলে : মা আজ আমার জন্মদিন , আজ ও তোমার ডিউটি।
মা: হ্যাঁ বাবা আমি না গেলে কত মানুষ মারা যাবে বিনা চিকিৎসায়।
ছেলে: আরো কতো ডাক্তার আছে সবসময় তুমি কেন ?তোমার ও শখ আহ্লাদ আছে তাহলে !
মা: আমরা যারা এই পেশায় থাকি তারা রোগীর কাছে দ্বিতীয় ঈশ্বর।আমাদের কাছে রোগীর জীবনের দাম নিজের জীবনের থেকেও বেশি।
ছেলে: তোমরাও মানুষ ,ক্লান্তি-বিরক্তবোধ আছে।বিশ্রাম তোমাদের ও চাই।
মা: আমরা সবাই এই পেশায় প্রবেশ করি তখন থেকেই শপথ নিই
" সবার আগে রোগীর প্রাণদান,
চিকিৎসক দ্বিতীয় ভগবান"।