সময়
সময়


অচিন্ত্য যখন গঙ্গার ঘাটে পৌঁছাল তখন সবে সন্ধ্যে নেমেছে।রোজের মতই ওর পছন্দের সিঁঁড়িটাতেই বসল, হাতে নীলার পছন্দের চিপস্ এর প্যাকেট।নীলা বলল ওর আসতে একটু দেরি হবে।এবার সে ব্যাগ থেকে একটা মেডিকেল রিপোর্ট বার করল, স্পষ্ট শব্দে লেখা,"3months left"। হ্যাঁ,ডাক্তার ও তাই বলেছে, ক্যান্সার লাস্ট স্টেজ্ আর কোন আশা নেই,লাং-ক্যান্সার। হ্যাঁ, আর কিছু বদলাবার নয়। হঠাৎ বৌদির কথা মনে পড়ল মা বাপ হীন ছেলেটার।