শেষবেলার_বন্ধু(বিষয়-প্রিয়বন্ধু
শেষবেলার_বন্ধু(বিষয়-প্রিয়বন্ধু
আজ 'আনন্দ আশ্রম'এ একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।যেখানে খাওয়া-দাওয়া,আবৃত্তি,গান,এমনকি চিরকুটে লেখা বিষয় দিয়ে জীবন অভিজ্ঞতা বলার ব্যবস্থাও করা হয়েছে।অখিলবাবুর চিরকুটে লেখা বিষয়টি ছিলো-"প্রিয় বন্ধু"।অখিলবাবু বললেন-"আমার স্ত্রী রমলা,আমার প্রিয় বন্ধু ছিল।সে পুরী থেকে একটা লাঠি কিনে দিয়েছিল।সে এখন নেই।তবে ওই লাঠিটাকে ভর করেই এখন আমি চলছি।দুটি ছেলেকে অনেক কষ্টে মানুষ করেছিলাম।তারা আজ বিদেশে চাকরি করছে।একদিন আমার থেকে জোর করে সই করিয়ে,আমার আর রমলার সাধের বাড়িটা একটা প্রোমোটার নিতে এসেছিল,তখন রমলার দেওয়া ঐ লাঠিটা দিয়েই তাদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম।কিন্তু পরে জানতে পারলাম,আমার ছেলেরাই ওই প্রোমোটারকে পাঠিয়েছিল।তাইতো আজ আমার শেষবেলার বন্ধু হলো এই লাঠি আর বৃদ্ধাশ্রম।যা প্রিয় বন্ধুত্বের অর্থে অসময়ে পাশে থাকলো।