STORYMIRROR

Naziul Mamun

Comedy Romance

3  

Naziul Mamun

Comedy Romance

প্রেমের মিলন

প্রেমের মিলন

2 mins
419

উজান ও হিয়ার ছোট্ট প্রেমের গল্প

ওদের কাহিনীর শুরু,,,,,


হিয়াঃ বাবু তোমার কি হইছে?


উজানঃ কই কিছুনাতো ?


হিয়াঃ না ,কিছু একটা হইছে তোমার

আজ কয়েকদিন

ধরে দেখতেছি তুমি আমাকে এড়িয়ে চলছো ।

আগের মত কথা বলোনা , দেখাও

করতে চাওনা,,,,

আমায় বলো প্লিজ,,,,

কেনো এমন করছো ?


উজানঃ আমার কিছু হয়নি । 

প্লিজ

আমাকে একটু একা থাকতে দাও ।


হিয়াঃ মানে কি বাবু?

এটা কি বলছো ?

উজানঃ মানে আবার কি ! 

আজ

থেকে আমাকে আর ডিস্টার্ব

করবানা,,,,

আমি এখনই তোমার

সাথে ব্রেক আপ করব,,


হিয়াঃ তুমি কি পাগল হলে নাকি ?

যে হিয়াকে ছাড়া তুমি এক মুহুর্ত

থাকতে পারো না আজ সেই

হিয়াকে তুমি দুরে সরিয়ে দিতে চাইছো।

বাহ্ উজান বাহ্,,,,

আমিতো তোমাকে ছাড়তে পারব না,,

তোমাকে যে অনেক ভালবাসি

যদি ছাড়তে হয় তবে আমার মরণ হবে,,,,

কারণ এই হিয়া মন প্রান সবকিছু তোমাকে দিয়ে দিয়েছে।


উজানঃ এইটা বললে তো আর হবেনা হিয়া,

আমি আর তোমার সাথে থাকতে মানে

রিলেশন রাখতে পারব না,,,,

অামি তো তোমার কোন

 ক্ষতি আমি করিনি,,,,, 

সুতরাং এখন থেকে সব বাদ,,,,,,


হিয়াঃ এরকম করে বলতে পারলা ?

ক্ষতি করোনি মানে ? 

শুধু কি দেহের

ক্ষতিটাকে ক্ষতি মনে হয় ?আর মনের

ক্ষতির দাম নেই ? 

বাহ্ উজান,,,,,, 

তুমি এমনটা করতে পারবে জানা ছিলনা,,,,,,

আমি চলে গেলে কি অনেক

খুশি হবা ?(কেঁদে কেঁদে)


উজানঃ আবার জিগায়!

এক্ষুনি চোঁখের

সামনে থেকে যাও। 

তোমার মতো মেয়েদের সাথে টাইম পাস

করা যায় কিন্তু ঘরে নেয়া যায় না,,,,,

যত্তসব,,,,


হিয়াঃ ওকে চলে যাচ্ছি । 

যাওয়ার আগে একটা কথা জানতে চাই ।

আমার

দোষটা কি বলবা ?


উজানঃ তোমার

দোষটা তো জানিনা।

তবে একটা কথা সত্ত,

তুমি আমার

চেয়ে ভালো ছেলে পাবা,,,,

এখন যেতে পারো।


হিয়াঃ ঠিক আছে চলে যাচ্ছি। 

অার শোন,,,,

তোমার চেয়ে ভালো ছেলের

দরকার নেই,,,,,,অাসি।


উজানঃ ওকে আসো,,,,


যখনই হিয়া যাওয়ার জন্য পা বাড়ালো

ঠিক তখনই উজান তার হাতটা ধরল,,,,,


হিয়াঃ হাত ছাড়ো,,,,,,,,,,লাগছে তো,,,


উজানঃ আচ্ছা,,,,,,,,অার কি???


হিয়াঃ আমার সাথে তো রিলেশন

রাখবা না,,,,,,

তো হাত ধরছ কেনো???????

ছাড়ো বলছি , ছাড়ো,,,,,


উজানঃ ছেড়ে দেবো......ওকে ছাড়লাম,,,,,

এই বলেই

হিয়াকে টেনে বুকে জড়িয়ে নিল।

হিয়া কেঁদেই চলছে। 


উজান হিয়াকে আরো শক্ত করে জড়িয়ে ধরল।

হিয়া ছোট বাচ্চার মতো কেঁদেই

চলছে,,,,,


হিয়াঃ ছাড়ো, মানুষ দেখছে,,,,


উজানঃ তো কি হয়েছে ? 

তুমি এক

সপ্তাহের মধ্যেই আমার বউই হবা,,,,,,


হিয়াঃ মানে ?


উজানঃ গতকাল তোমার বাবার

সাথে আমার বাবা কথা বলছে,,,,


আগামী এক সপ্তাহের মধ্যে আমাদের

বিয়ে হবে। 

অার এই জন্যই এতো কাহিনী করলাম


হিয়াঃ শয়তান, ফাজিল ।

 এজন্য

আমাকে কাঁদাবে ?


উজানঃ সরি ময়না পাখি,,,,

আসলে তুমি যে আমায়

এতটা ভালোবাসো জানতাম না।


হিয়াকে বুকের মধ্যেই

জড়িয়ে রেখেছে উজান,,,,, 

হিয়া কান্না ক্রমাগত বেড়েই চলেছে,,,,,


তবে এটা সুখের কান্না,,,,


এক সপ্তাহ পর,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

হিয়া ও উজানের বিয়ে হয়ে গেল।,

অাজ ওদের ফুলশয্যার রাত,

হিয়া ফুল দিয়ে সাজানো খাটে লম্বা ঘোমটা দিয়ে বসে অাছে,

উজান ঘরে ঢুকলো,

হিয়া উজানকে সালাম যেই সালাম করতে নিলো তখনি,


উজানঃ কি করছো কি জান??


হিয়াঃ তোমাকে সালাম করছি, তুমি তো অামার বর,

অার বরকে সালাম করতে হয়।


হিয়া সালাম করার পর উজান হিয়াকে কোলে তুলে নিয়ে খাটের ওপর শোয়ালো।


দুজনের নিঃশাস একসাথে মিশে গেল।

শুরু হলো ওদের নতুন পথচলা।


Rate this content
Log in

Similar bengali story from Comedy