পাশ ফেল
পাশ ফেল


সুবীরের ছেলে অভি এইবার আবার অঙ্কে ফেল করেছে। ছোট থেকে তো ও পড়াশোনাতে ভালোই ছিল। কিন্তু অষ্টম শ্রেণীতে ওঠার পর থেকেই ওর অঙ্কে একটা ভয় জন্মেছে। এই ক্লাসে প্রথম ইউনিট টেস্টেও অঙ্কে ফেল করেছিল, দ্বিতীয় বারও তাই করল। কিন্তু ও অন্য বিষয়গুলিতে ভালোই নম্বর পেয়েছে। তবে সুবীর এইবার ওকে খুব বকাবকি করেছে। এমনকি মারধরও করেছে। সুবীরের তো আবার ইচ্ছা ছেলেকে ইঞ্জিনিযর বানাবে। কিন্তু অভির যে অঙ্কে কিছুতেই মন বসে না। সুবীর ওর জন্য বাড়িতেই দুজন শিক্ষক রেখেছে, কিন্তু তবুও অবস্থার কোনো পরিবর্তন নেই। অভির মা মিমিও অভিকে নিয়ে খুব চিন্তায় পড়েছে।
তবে ছেলের প্রতি সুবীরের এরকম আচরণ অভির দাদুভাই মোটেও মেনে নিতে পারেন নি। তাই অভির দাদুভাই এবার অভিকে অঙ্ক শেখানোর দায়িত্ব নেন। সুবীর তো প্রথমে বলেছিল, তিনি নাকি পারবেন না! তবে অভির দাদুভাই সুবীরকে মনে করিয়ে দিয়েছিল তার ছোটবেলার কথা। একসময় সুবীরকেও তিনিই অঙ্ক শিখিয়েছিলেন, তবে মেরে বকে নয়, বুঝিয়ে। দাদুভাইয়ের কাছে অঙ্ক শিখে অভি তৃতীয় ইউনিট টেস্টে বেশি নম্বর না পেলেও পাশ করেছে। সুবীর ওর ভুল বুঝতে পারে, ও বুঝতে পারে কোনো মানুষের বয়স হয়ে গেলে তার জ্ঞানের ভান্ডার কখনই কমে না, আর সব সময় জোর করে, মেরে বকে কাউকে কিছু শেখানো যায় না।