STORYMIRROR

Rinki Banik Mondal

Inspirational

3  

Rinki Banik Mondal

Inspirational

ন্যায় অন্যায়ের মাঝে

ন্যায় অন্যায়ের মাঝে

1 min
80


সকালবেলা দোকানদারের থেকে পাওনা দশটাকা আর দুধ-পাউরুটির প্যাকেটটা যেই নিতে যাব ওমনি রোগামত একটা ছেলে এসে টাকা সমেত খাবারের প্যাকেটটা কেড়ে নিয়ে দৌড়ে চলে গেল।সবাই "চোর চোর" বলে ধাওয়া করলো।আমিও খুব চেঁচালাম।কিন্তু সেই ছেলেটার দেখা মিলল না।এক ছুট্টে কোথায় যে চলে গেল কে জানে!সত্যি ছেলেটার এই অন্যায়ের ক্ষমা হয়না।



নতুন করে আবার দুধ-পাউরুটি কিনে বাড়ি যাওয়ার পথে দেখি একটা পাগলি ওর কোলের ছোট্ট বাচ্চাটাকে প্যাকটের দুধ খাওয়াচ্ছে,ঠিক যেরকম আমি দুধের প্যাকেটটা কিনেছি।পাশে ঐ চেনা পাউরুটির প্যাকেটটা আর দশ'টা টাকাও রয়েছে।বুঝতে পারলাম,এটা দোকানদারের ফেরৎ দেওয়া সেই দশ টাকার নোটটা আর আমারই কেনা সেই খাবারগুলো।কিন্তু ঐ ছেলেটা কোথায়?নাহ্।তাকে দেখতে পেলাম না।


Rate this content
Log in

Similar bengali story from Inspirational