নতুন নিয়ম
নতুন নিয়ম


রোজ সকালবেলা ঘুম থেকে উঠে রীতির আর পদে পদে রান্না করতে ভালো লাগেনা। কিন্তু না করেও বা উপায় কি! ও তো নিজেও অফিস যাবে, কর্তা আর ছেলেও তো দশটার মধ্যে বেরোবে। একটা রান্নার লোক ঠিক করেছিল। কিন্তু গিন্নীর হাতের রান্না ছাড়া কর্তার চলেনা। আজ ঘুম থেকে উঠেই রীতি লক্ষ্য করে পাশে কর্তা, ছেলে কেউই নেই।অ্যালার্মটাও বাজেনি। গেল কোথায় দুজনে!এরইমধ্যে ওর নাকে সুস্বাদু খাওয়ারের গন্ধ ভেসে আসে। রান্নাঘরে গিয়ে দেখে বিশাল কান্ড! বাপ-ছেলেতে মিলে রান্না করছে। প্রত্যেকের মনের মত রান্না আজ টিফিন বক্সে গুছিয়ে রাখা আছে।যেমনটা প্রতিদিন হয়।লুচি,তরকারি,ভাত,রুটি,পনির সব হয়েছে। রীতিকে দেখেই ওরা বলে উঠল- "হ্যাপি সানডে"।সত্যিই, আজকে তো রবিবার। রীতির মাথাতেই ছিলনা।এই দিনটা ওর আরাম করার দিন। কর্তামশাই আর ছোট ছেলেটিই বাড়িতে এই নিয়মের সূচনা করেছে।