নিশিরাতে প্লুটোর প্রভু
নিশিরাতে প্লুটোর প্রভু


সিটি গ্রুপের পাঁচ কোটি টাকার শপিং মলের ডিজাইন তৈরির কাজ শুরু করবার চিঠি এবং তার সাথে অগ্রিম বাবদ মোটা টাকার চেক পাবার আনন্দে, অন্য দিনের মত আমি সামনের গেট দিয়ে না গিয়ে, পেছনের গেট দিয়ে আমার নীল বোলেরোতে লাল মোরামের রাস্তাটা ধরলাম। সেই সামান্য ভুল এখন আমাকে কানা গলিতে পেতে রাখা মাকড়সার জালে এনে ফেলল।