Md Ahad Bin Ismail

Abstract

2  

Md Ahad Bin Ismail

Abstract

নিজের মেয়ের শিক্ষক

নিজের মেয়ের শিক্ষক

1 min
314


নিজে একজন শিক্ষক হিসাবে সবসময় অন্যের বাচ্চাকে পড়িয়েছি | কিন্তু কখনো নিজের মেয়েকে পড়ানোর সময় পাই নি ব্যস্ততার জন্য | তাই এই লোকডাউনের সময় চিন্তা করলাম নিজের মেয়েকে পড়ালে কেমন হয় | তাই আজ সকাল থেকে মেয়ের পড়াশোনার খবর নেয়া শুরু করলাম | আশ্চর্য বেপার যে আমার মেয়ের অনেক জায়গায় বেসিক প্রবলেম আছে | তখন বুঝতে পারলাম যে শুধুই অন্য টিচার রেখে নিজে মেয়ের পড়ার খোঁজ খবর না নেয়াটা একটা চরম ভুল |


তাই আস্তে আস্তে তার কনফিউশন দূর করতে লাগলাম | সারাদিন মেয়েকে অনেক কিছু শেখালাম | রাতে আমার মেয়ে আমাকে বলে যে, বাবা তুমিতো চমৎকার শিক্ষক, তুমি আমাকে এত দিন শেখাওনি কেনো | আমি বললাম আম্মু, আমি অনেক অনেক সরি, আজ থেকে তোমাকে প্রতিদিন আমি পড়াবো কথা দিলাম | আমি বুঝতে পারলাম যে প্রথমে আমি আমার মেয়ের টিচার, তারপর অন্যের |


Rate this content
Log in

Similar bengali story from Abstract