ময়লা পরিষ্কার অভিযান
ময়লা পরিষ্কার অভিযান


Dear Diary (প্রিয় ডায়েরি)
নিজের ঘরের ভিতরে তাকালে দেখা যায় যে আমাদের নিজেদের ঘরের মধ্যেই বিভিন্ন স্হানে যেমন বিছানার নিচে, আলমারির পিছনে, ওয়ার্ড্রোবের পিছনে, সোফার পিছনে, জুতা রাখার বাক্সের ভিতরে, ফ্রিজএর পিছনে, অর্থাৎ বিভিন্ন কোনায় কানায় ধূলা বালি, মাকড়সার জাল, ময়লা ইত্যাদি জমে থাকে, যা সময়ের অভাবে পরিষ্কার করা সম্ভব হয়ে উঠে না | তাই লোকডাউনের এই ফ্রি সময়ে তিন দিনের টার্গেট নিয়ে শুদ্ধি অভিযান শুরু করে দিলাম | পরিছন্নতার প্রথম দিনে আমাদের ছয়টি ঘরের মধ্যে তিনটি ঘর সুন্দর করে পরিষ্কার করে ফেললাম |