মোবাইল যখন ভরসা
মোবাইল যখন ভরসা


Dear Diary (প্রিয় ডায়েরি)
পরের দিন বসে বসে চিন্তা করতে লাগলাম কিভাবে ইন্টারনেট ব্যবহার করে নিজের দক্ষতার উন্নতি করা যায় | আমার নিজের কোনো কম্পিউটার নেই | পরে দেখলাম, মোবাইলটাকেই তো কাজে লাগাতে পারি | আমি সবসময় নিজের সুস্হতার বিষয়ে উদাসীন, তাই ঘরে বসে ফ্রীহ্যান্ড ব্যায়াম করার মোবাইলে ভালো এপপ্স খুঁজতে লাগলাম | অনেক খুঁজাখুঁজি করে গুগল প্লস্টোর থেকে এডিডাস রানটাস্টিক নামের খুব চমৎকার একটি ঘরে বসে শারীরিক ব্যায়াম করার মোবাইল এপ্স নামিয়ে ফেললাম | এভাবেই মোবাইল দিয়ে একুশ দিনের টার্গেট নিয়ে টিউটোরিয়াল এবং প্রাকটিক্যাল দেখে শারীরিক ব্যায়াম করা শুরু করে দিলাম |