মোহনা সেন 💞মিউ 💞

Romance Others

4.1  

মোহনা সেন 💞মিউ 💞

Romance Others

মিষ্টি প্রেমের গল্প 🧡

মিষ্টি প্রেমের গল্প 🧡

2 mins
553


"তোর এই টাইম হলো আসার? এটা তোর টাইমিং? এই তোর প্যাংচুয়ালিটি?" ছেলেটা রাগ দেখিয়ে তাকিয়ে রইল ওর সামনে থাকা মেয়েটার দিকে।

"আরে চিল এত চেঁচামেচির কী হলো? তুই তো জানিস নীল ; কলকাতার রাস্তা, জ্যাম...!" মেয়েটার কথার মাঝেই ছেলেটা অর্থাৎ নীল বলল "আজ রবিবার তুই জ্যাম পেলি কোথায়? কত ঢপ মারবি আর মোহনা?"

নীলের কথা শেষ হতেই মেয়েটা অর্থাৎ মোহনা একা বোকা বোকা হাসি দিল "ইয়ে মানে, হেঁ হেঁ, আসলে শাড়ি পরতে দেরী হয়ে গেলো।"

"হ্যাঁ সেটাই বল না! তো তোমায় কষ্ট করে কে বা শাড়িটা পরতে বলেছে?" নীল ভ্রু কুচকে তাকিয়ে রইল মোহনার দিকে।

"তুই কাল এত করে বললি, তুই পাঞ্জাবি পড়বি তাই ভাবলাম আমিও...!" মোহনা কথাটা বলতেই নীল বলল "কিন্ত পরতেই যদি দশঘন্টা লাগিয়ে দিস তাহলে কী হবে? বিয়ের দিন কি আমায় এতক্ষণ ধরে অপেক্ষা করাবি?"

"আরে বাবা না না! বিয়ের বলে কথা ও ঠিক হয়ে যাবে।" বলেই মোহনা হেসে দিল।

"ও আর দেখা করতে এলেই....!" নীলের কথার মাঝে মোহনা নীলের গাল টিপে বলল "আরে রাগ করছিস কেন চৌধুরী বাবু? এই তো একটুই...!"

"পাক্কা দু ঘন্টা একটু?" নীল চোখ পাকিয়ে মোহনার মুখের দিকে তাকিয়ে রইল।

"এবার আমি কেঁদে ফেলবো কিন্তু ভ্যাঁ করে, ভালো লাগবে?" ঠোঁট ফুলিয়ে মোহনা কথাটা বলল।

"সেই তো ছিঁচকাঁদুনে।" বলেই নীল হেসে দিল।

নীলের কথা শুনেই মোহনা কপট রাগ দেখালো "তুই এমন বলতে পারলি?"

"বেশ করেছি। তোকে বিয়ে করবো না যা!" বলেই নীল অন‍্যদিকে ঘুরে দাঁড়ালো।

"সরি! আর হবে না রে, আর দেরী করবো না আমি, প্লিজ রাগ করে থাকিস না, প্লিজ! কত ম্যানেজ করে আসি বলতো শুধু তোর সাথে একটু দেখা করবো বলে, এই সপ্তাহে তো একটা দিনই তাও তো সব সপ্তাহে হয় না। রাগ করে থাকবি বল?" মোহনা নীলের সামনে গিয়ে গো বেচারার মত মুখ করে তাকিয়ে রইল।

" আচ্ছা নে, হ্যাপি হ্যাপি, বাট আর যদি করিস...!" নীল কথাটা বলতেই মোহনা নিজের কান আর নাক মুলতে শুরু করল "এই কান মুলছি, এই নাক মুলছি আর হবে না! এই তোর জন্য পায়েস এনেছি, খাবি তো?"

"এই মেহু দে দে, হেব্বি খিদে পাচ্ছে!" বলেই নীল মোহনার হাত থেকে পায়েসের বাটিটা নিতে গেলেই মোহনা নীলের নাকটা জোরে টেনে দিয়ে খিলখিলিয়ে হেসে উঠলো "তার আগে তোর এই নাকটা, উফ কর্নেটো আইসক্রিম পুরো!"

"এইইইইইইই...!" নীল চোখ বড় বড় করতেই মোহনা হাসতে শুরু করে দিল! আর নীল সেটা দেখে কপাল চাপড়ালো।

                              💚 সমাপ্ত 💚


Rate this content
Log in

Similar bengali story from Romance