'মা' ডাক(বিষয়-সেরা প্রাপ্তি)
'মা' ডাক(বিষয়-সেরা প্রাপ্তি)




অনেকবছর পর মিলি একটি কন্যা সন্তানের মা হয়েছে।এতদিন ধরে সে শুধু মানুষের তাচ্ছিল্যরই বিষয় ছিল।এমনকি সে তার স্বামী রোহিতের কাছেও 'অপয়া' নামে পরিচিত ছিল।রোহিত আর মিলির সম্পর্কের বিচ্ছেদ ঘটেছে।মিতা নিঃসন্তান দেখে ওর সমাজিক নানা অনুষ্ঠানে যাওয়াও বারণ ছিল।তবে মা হওয়ার পর এখনো ও কতটা সমাজের চোখে ভালো হবে তা নিয়ে সন্দেহ আছে।কারণ মিলি প্রসব বেদনা ভোগ করে সন্তানের জন্ম দেয়নি,হোম থেকে দত্তক নিয়েছে।মিলি আর স্বামী,পরিবার,সমাজের তোয়াক্কা করেনা।কারণ ও জানতো,জন্ম দিলেই শুধু মা হওয়া যায়না।সন্তানস্নেহে কোনো শিশুকে ভালোবাসে,ওর দায়িত্ব নিয়েও মা হওয়া যায়।মিলির দত্তক নেওয়া মেয়েটি যখন ওকে 'মা' বলে ডাকলো তখন ও পেল জীবনের সেরা প্রাপ্তি।যে প্রাপ্তির কাছে সবকিছু তুচ্ছ।