Rinki Banik Mondal

Inspirational

1.5  

Rinki Banik Mondal

Inspirational

খেলার ছলে পড়া (বিষয়-খেলা)

খেলার ছলে পড়া (বিষয়-খেলা)

1 min
803


ছোট তাতান এখন খুব দুষ্টুমি শিখেছে। যদিও তার বয়েসটা সবে মাত্র পাঁচ। সকালে স্কুলে যাওয়ার আগে তার খেলা, স্কুল থেকে ফিরে খেলা এমনকি খাওয়ার না খেয়ে সে খেলতে পারলেই বাঁচে। কখনো ওর সঙ্গী হচ্ছে ব্যাট বল, কখনো খেলনা গাড়ি আবার কখনো সঙ্গী হচ্ছে ওর প্রতিবেশী বন্ধু। পড়াশোনায় তার মোটেও মন নেই।ওর মা তো ওকে এরজন্য কখনো মারছে, কখনো বকছে আবার কখনো বুঝিয়ে বলছে। কিন্তু কে শোনে কার কথা! তবে এইসব দেখে তাতানের দাদুভাই একটা বুদ্ধি বের করলেন। তিনি তাতানকে বললেন-

--------"শোনো দাদুভাই, তুমি তো খেলতে এত ভালোবাসো, আজ আমি তোমার সাথে একটা খেলা করি।

-------"কি খেলা দাদুভাই? ব্যাট বল খেলবে?"

-------"না।"

--------"তাহলে নতুন কোনো খেলা শেখাবে?"

--------"হ্যাঁ,",

--------"কি খেলা দাদুভাই?"

--------"এই খেলাটার নাম পড়া পড়া খেলা। তোমার বইগুলো নিয়ে আসো তো দাদুভাই। দেখি কে আগে পড়া মুখস্থ করতে পারে,,আমি না তুমি?"


তাতানও দাদুভাই'র কথামত সব বই নিয়ে এসে খেলার ছলে পড়া করতে শুরু করলো। বাড়ির প্রত্যেকে তাতানের এই পরিবর্তন দেখে অবাক।


Rate this content
Log in

Similar bengali story from Inspirational