Krishna Nath

Drama Tragedy Children

3  

Krishna Nath

Drama Tragedy Children

কান্না

কান্না

1 min
208


অবৈতনিক নাইট কোচিং সেন্টারের স্যার বলেছেন ক্লাস এইটে অঙ্কে ১০০/১০০ পেলে

ক্লাস নাইনে কোচিং সেন্টার থেকে ফ্রি তে স্কুল ড্রেস দেবে । ১৩ বছরের পারুল প্রাকটিস করে অঙ্কের বেশ ভালই প্রিপারেশন করেছে, কাল পরীক্ষা ,মা যে মিত্তির বাড়ি তে ঠিকে ঝীএর কাজ করে তাদের বড় মেয়ের আজ বিয়ে । রাত বারোটায় মাএর আনা বিয়ে বাড়ির ভালো ভালো খাবার খেয়ে মা মেয়েতে শুয়ে পড়ল ।

ভোর হতে ন হতেই মাএর ডাকা ডাকি তে পরুলের ঘুম ভেঙে গেল,"পারুল ওঠ মা । অমি মাথা তুলে বসতে পারছিনে , মিত্তির দের বাড়ির কাজ টা একটু করেদিয়ে দশটায় পরীক্ষা দিতে যাস "।

পারুল স্কুলের ব্যাগ নিয়ে মিত্তির বাড়ি পৌছেই কাজে ডুবে গেলো, বর কনে বেরতে বেরতে এগারোটা বেজে গেলো, কনের সাজে মেয়েটি

খুব কান্না কাটি করছিল । পারুল ছুটি পেল বেলা সাড়ে এগারোটায়, রাস্তায় বেড়িয়ে সে ডুকরে কেঁদে উঠল ।

পারুল আর কনে সাজা মেয়েটির নোনতা কান্নায় তফাত কোথায় !

              


Rate this content
Log in

Similar bengali story from Drama