Rinki Banik Mondal

Inspirational

2  

Rinki Banik Mondal

Inspirational

জ্যান্ত দুর্গা (বি-নারী শক্তি)

জ্যান্ত দুর্গা (বি-নারী শক্তি)

2 mins
593


শেষমেশ ঘড়ির কাঁটায় রাত্রি নটা, তখন কোয়েল অফিস থেকে বাড়ির পথে যাওয়ার একটা অটো পেল। একেই তো এত ঠান্ডা, তারমধ্যে আবার বৃষ্টিও পড়ছে, জনমানবশূণ্য অন্ধকার রাস্তা আজ। বাড়ি যেতে এখনও আধঘন্টা মত লাগবে। কোয়েলের আজ মোবাইলটাও সুইচ অফ্ হয়ে গেছে। বাড়িতেও ফোন করে কিছু জানাতে পারছে না। ওর মা-বাবা তো খুব চিন্তা করছেন, এইটা ভেবে কোয়েল আরও উতলা হয়ে উঠেছে। শুধু হাতের ঘড়ি দেখছে। অটো থেকে নেমে কোয়েল দেখলো বৃষ্টিটা তখন একটু কমেছে। এবার ও তাড়াতাড়ি হেঁটে বাড়ি চলে যেতে পারবে। মেন রোড থেকে বাড়ি প্রায় সাত মিনিট। ও তাড়াতাড়ি পা বাড়ালো। তবে হঠাৎই খেলার মাঠের পাশের রাস্তাটায় ঈশান কোণ বরাবর দুটি ছায়ামূর্তি এসে দাঁড়িয়েছে। ল্যাম্পপোস্টের আলোয় ওদের অবয়ব পরিষ্কার বোঝা যাচ্ছে। কোয়েল থর থর করে কাঁপতে থাকে। নিথর মূর্তির মত এক কোণে চুপ করে দাঁড়িয়ে পড়ে। ছেলেগুলো এসে ওর হাত গুলো টেনে ধরে। কোয়েল বুঝতে পারে আজ এই দিনটাই হয়তো ওর জীবনের শেষ দিন হবে। ঠিক তখনই কোন এক মহিলা একটা দা নিয়ে ছুটে আসে।ওই ছেলেগুলো বলতে থাকে-


--------"আরে পাগলি আসছে। ভাগ্।" বলেই দৌড়ে পালিয়ে গেল।

কোয়েল দেখে একজন মহিলা। তার চুলগুলো উস্কখুস্ক, পরনে একটা ছেড়া শাড়ি। দেখে পাগলই মনে হচ্ছে। মহিলাটি পাগলী হলেও ওকে বাঁচাতে ছুটে এসেছে। কোয়েল বুঝতে পারে, নারী যেরকম সমাজের জন্য অবলা প্রাণী হয়ে চলতে পারে, ঠিক সেরকমই বিপদে পড়লে হাতে অস্ত্র নিয়ে মা দুর্গা সাজতে পারে। কোয়েল ঠিক করে এই ছেলেগুলোকে তো ও চেনে না। তবে কাল থানায় গিয়ে রিপোর্ট করবে। কোয়েল আজ নারী শক্তির প্রতীক হিসাবে এক জ্যান্ত মা দুর্গার দেখা পেল।


Rate this content
Log in

Similar bengali story from Inspirational