STORYMIRROR

Tanisha Pal

Tragedy Others

3  

Tanisha Pal

Tragedy Others

ঈদের উপহার

ঈদের উপহার

2 mins
165

সকাল হতেই রুবিনা উঠে বাড়িতে বাড়িতে কাজ করতে বের হলো। যাই হোক না কেন ঈদের সময় পড়ার জন্য বাবা কে একটা জামা সে দেবেই। জন্ম এর পর মা সবিতা বেগম এর মৃত্যু হয়েছে। পাড়ার লোক এমনকি আত্মীয় স্বজনেরাও কথা শুনিয়েছে, বলেছে জন্ম হতেই সে নাকি তার মা-কে খেয়েছে।

বাবা নিজে মায়ের দায়িত্ব আর বাবার দায়িত্ব সাথে ভাই বোন সকল ভূমিকা একসাথে পালন করে গেছেন রুবিনার বাবা। জন্ম থেকে মেয়েটাকে ভালো করে পড়াশোনা না করাতে পারলেও বেঁচে থাকার জন্য যত টা প্রয়োজন ততটা পড়াশোনা করিয়েছেন। বিয়ে না করে তাই রুবিনা নিজের বাবার কাছেই রয়েছে। যে মানুষটা তার জন্য এতো কষ্ট সহ্য করেছে তার জন্য সে নিজের জীবন দিতেও প্রস্তুত। বাবাকে সে বড্ড ভালোবাসে, শ্রদ্ধা করে।

....................................................................................................

আজ সে বাবার জন্য ঈদের উপহার হিসাবে নীল একটা পাঞ্জাবি এনেছে। বাবা লাচ্ছা খেতে ভালোবাসে তাই জমানো টাকা আর মাইনের টাকায় সে লাচ্ছা বানানোর উপকরণ কিনে এনেছে। বাপ্ বেটি মিলে খাবে তাই মুরগির মাংস এনেছে। পোড়া কপালে উৎসবের দিনেও বেশি কিছুই জোটে না,,,,,,, তাই দু কুচো করে হলেও মাংস যদি জোটে তাই শ্রেয়

বিকালে দালানে বসে আছে জামা হাতে আর মুচকি হাসছে এই ভেবে যে বাবা এই জামাটা দেখলে কতোই না খুশি হবে। এমন সময় পাশের বাড়ির ১২ বছরের মেয়ে লিপিকা ছুতে এসে কোনোরকমে স্বাস নিয়ে বলল , "রুবিনা আপি তাড়াতাড়ি চলো, বড়ো বাবার কি হয়েছে দেখবে চলো!!"

রুবিনা বেশ চিন্তায় পড়ে গেলো। ওর বাবা তো সকাল থেকে ঠিকই ছিল তবে হঠাৎ কি হলো!! রুবিনা লিপিকার পিছনে দৌড়ে গেলো। হাতে তখনও নীল পাঞ্জাবিটা ধরা। দৌড়ে গিয়ে দেখলো পুকুর ধারে লোকজন জমা হয়েছে। ভিড় ঠেলে লিপিকা ওকে নিয়ে এগিয়ে গেল সামনের দিকে।

রুবিনা আল্লাহর এমন কঠোরতা দেখে জামা শুধু বসে পড়লো ধপ করে। ওর বাবার নিথর দেহ পড়ে রয়েছে। পাশে এম্বুল্যান্স রয়েছে,,,,, হয়তো এবার ওরা চলে যাবে, ওদের কাজ শেষ। লিপিকার মা এগিয়ে এসে রুবিনার কাঁধে হাত রেখে বলল, "ভাইজান বাড়ি আসার সময় বাস থেকে নেমে যে টোটো তে করে আসছিলো সেটাকে একটা লরি এসে পুরো পিষে দিয়েছে রে। আর ভাইজান তাতেই ............। " রুবিনার নিজের বাবাকে শেষ বার অন্তত নীল পাঞ্জাবি দেখার চেষ্টা করলো একবার। কিন্তু ততক্ষনে দেহ শুদ্ধির কাজ এর জন্য নিয়ে চলে যাওয়ার জন্য প্রস্তুত তাই তার ইচ্ছা ধোপে টিকলো না। আব্বুকে শেষ বারের মতো নিজের থেকে দেওয়া প্রথম উপহার পড়ে একবার যদি দেখতে পেত..............


                                          সমাপ্ত


Rate this content
Log in

Similar bengali story from Tragedy