হোক প্রতিবাদ(বিষয়- আন্দোলন)
হোক প্রতিবাদ(বিষয়- আন্দোলন)


নারী' বা 'মেয়ে'-এতো যেন এখনও একটা কলঙ্কের তকমা।"মেয়ে কালো,যত্ন নাও।","তাড়াতাড়ি বিয়ে দিতে হবে।" ,"অত পড়াশোনার কি দরকার?","ছোট পোশাক পরা মানা।","সংসারের কাজকর্ম শেখাও","এ তো আর ছেলে নয়।"আরো কত কি!মেয়েরাই তো মেয়েদের দোষ দিচ্ছ,কেন?ওরে নারী!এক হো এবার।শুরু হোক এক প্রতিবাদের,এক আন্দোলনের।ঐ যে হিংস্র জন্তু গুলো, যারা তাদের পুরুষ 'নাম' নিয়ে অহংকার করে,ছোট্ট ছোট্ট ফুলের কুঁড়ি গুলোকে শেষ করে,তাদের বিনাশ করার সময় এসেছে।হায়রে সমাজ!যারা বেশ্যা নারীর 'নাম' শুনে ঘৃণা করছো,ভেবে দেখো, তাদের জন্য হয়তো কিছু ধর্ষণ রচনা সমাজে বেঁচে গেছে।'নারী'- এটাই আমার প্রথম নাম। এটাই আমার অহংকার।ওই জল্লাদগুলো এক আসিফাকে মেরেছে।চলো প্রতিজ্ঞা করি, হাজার হাজার আসিফার 'নাম' নিয়ে এবার আমরা ওদের বিনাশ করবো।