প্রসেনজিৎ ঘোষ

Romance Others

3  

প্রসেনজিৎ ঘোষ

Romance Others

হাস্নুহানার বিকট গন্ধ

হাস্নুহানার বিকট গন্ধ

1 min
208



আমার ভাতের থালায় এখনও রোজ,

সেদো মাটির গন্ধ পাই।

রক্তে এখনও ইতিহাসের অস্তিত্ব,

আমায় ছুটিয়ে চলে অবিরাম।

বাতাসেরও কি কোনো রং হয়

ধর্মীয় কিংবা রাজনৈতিক?? 

আমি তো এখনো বেঁচে থাকাতেই

মৃত্যুর স্বাদ পাই।

সম্পর্ক ভাঙলে বুঝি শব্দ করে!

আর নিঃস্বার্থ ভালোবাসায়?

প্রতিদিনই তো হাজারো বিফলতা,

স্বার্থপরতা, অপ্রাপ্তির অবহেলা গায়ে মাখি,

গন্ধ পাই প্রতিবন্ধী এ সমাজের পচনের..

কই তবুও তো তোমার পরাগ আমায় স্পর্শ করেনা,

আমার গায়ে মুখে গলায় ছুঁয়ে যায়না

কামনার আগুন।

রোজ আধপেটা খেয়েই আমি শুয়ে থাকি

পথচলি, হেঁটে যাই ভবিষ্যতের অন্ধকার স্যাঁতস্যাঁতে কাঁটাপথে,

হাস্নুহানার বিকট গন্ধ পাই,

শুধু তোমায় পাইনা


Rate this content
Log in

Similar bengali story from Romance