~ছোঁওয়া~
~ছোঁওয়া~


দীর্ঘ দশ বছর পর আজ তাদের দেখা। সেই কলেজ এর লাস্ট দিনিটির পর আজ প্রথমবার।' রু ' কে দেখে জিৎ যতটা না অবাক হয়েছে, তার থেকেও বেশি অবাক হয়েছে 'রু' নিজেই। কলেজের চারটি বছর জীবনের সব কিছু দিয়ে রু কে ভালোবেসেও শেষে যখন রু অন্য কারো হাত ধরেছিল, কিচ্ছু করার ছিলো না জিৎ এর। দারিদ্রতা তাকে আকাশের চাঁদ ছুয়ে দেখার অধিকার দেইনি সেইদিন। কিন্তু আজ শহরের সব চাইতে বড় নার্সিংহোমে মদ্যপ স্বামীর অত্যাচারে জ্বলন্ত ' রু ' এর দেহটাকে সমস্ত নামকরা ডক্টররা অপারেশন করতে অসম্মত হলে পরে এই ভর অমাবস্যার দিনে জিৎ কেই হসপিটাল থেকে দায়িত্ব দেওয়া হয়েছে সারারাত ধরে একটু একটু করে তার পটু ডাক্তারি হাতের ছোয়ায় ' রু ' কে সুস্থ করে তোলার।