একুশতম দিন উদযাপন
একুশতম দিন উদযাপন


Dear Diary (প্রিয় ডায়েরি )
গত বিশ দিন লাগাতার বিভিন্ন বিষয়ের উপর অনুশীলন এবং বিভিন্ন ধরণের কাজ করার ফলে খুব চমৎকার একটা বিষয় লক্ষ্য করলাম যে, আমি আমার মনের অজান্তে কিছু ভিন্নধর্মী দক্ষতা অর্জন করেছি এবং নিয়মমাফিক দিনগুলোকে সুন্দর ভাবে অতিবাহিত করেছি | আমি যেমন ব্যায়াম করা শিখেছি, তেমনি অনলাইনে কোর্স করেছি ও কোর্স করিয়েছি, রান্নার রেসিপি শিখেছি, মোটিভেশনাল মুভি দেখেছি, বিভিন্ন বই পড়েছি ইত্যাদি এককথায় অনেক নিয়মতান্ত্রিক ভাবেই দিন গুলো অতিবাহিত করেছি | তাই আজকের দিনটা মজা করে সেলিব্রেট করলাম | আর এর মাঝে আমাদের টীম কিন্তু গরীবদের ত্রাণ ও দিয়েছে | আজ আমি এক অন্য আমি, আমি বিশ্বাস করি আমরা এগিয়ে যাব অনেক দূরে | পৃথিবী করোনা মুক্ত হবে এই প্রত্যাশা নিয়ে সবার জন্য শুভ কামনা রইলো | আর হে লোকডাউনে কিন্তু ঘরেই আছি, নতুন কিছু করা ও শিখার জন্য প্রস্তুত সৈনিক আমি |