এক ঘরের বোঝা অন্য ঘরের লক্ষ্মী
এক ঘরের বোঝা অন্য ঘরের লক্ষ্মী
1 min
119
-------"আরে আবার কান্নাকাটির কি হল রমা? তোমায় তো আগেই বললাম মেয়ে হলে বিক্রি করে দেব। পর পর দুখানা মেয়ের জন্ম দিলে। জানো তো,আমাদের টাকার বড় অভাব। এছাড়া আর কোনো উপায় নেই। চোখের জল মোছো। ওরা এক্ষুণি চলে আসবে।"
❤
-------"কি হলো ছন্দা, তোমার চোখে জল কেন? বুঝলাম, এ তোমার আনন্দ অশ্রু। আজ তো সত্যিই আনন্দের দিন। আমরা বাবা-মা হচ্ছি। লক্ষ্মী মেয়েটাকে আমরা খুব ভালোভাবে মানুষ করবো দেখবে। ও আমাদের রক্তের না হলেও, ওর সাথে আমাদের সম্পর্কের বাঁধন রক্তের সম্পর্ক'কেও তুচ্ছ করে দেবে, দেখবে তুমি।।"