Aniruddha Goswami

Abstract Others

3.3  

Aniruddha Goswami

Abstract Others

||দ্য ক্যাট এন্ড মি -series||

||দ্য ক্যাট এন্ড মি -series||

1 min
106


||দ্য ক্যাট এন্ড মি ||ইটস এ ম্যাটার অফ ৩০ সেকেন্ডএইতো সেদিন যাবো কুম্ভকোনাম মার্কেট ভিসিট এ। মাদুরাই থেকে ট্রেন ,চেয়ার কার, ঠিক সকাল সাত টা পাঁচ এ ।ত্রিচি(তিরুচিরাপল্লি ) তে পৌঁছাবে সকাল ৯:৩০ এ ।অনেক সময় কিছুক্ষন লেট ও করে। ত্রিচি তে ট্রেন চেঞ্জ করে কুম্ভকোনাম। কুম্ভকোনামের ট্রেন দেয় ৪ অথবা ৫ নম্বর প্লাটফর্ম এ। ১ থেকে ৫ এ যেতে অনেক সময় ওভারব্রিজ ক্রস করার সময় থাকে না। প্ল্যাটফর্ম এর শেষ পর্যন্ত অনেকটা ট্রলী ব্যাগ নিয়ে হেটে অথবা ছুটে অন্য প্লাটফর্ম এ যেতে হয় ।সেদিন একটু বেশি লেট করে ঢুকলো ত্রিচি ত। ত্রিচি তে নামেন অনেকে। তাড়াহুড়ো করছি|কিন্তু নামার লাইন এগোয় আর ন। একজন বয়স্ক মানুষ আটকে গেছেন বড়ো লাগেজে নিয়ে নামতে গিয়ে । ভাবছি অন্য গেট দিয়ে নেমে যাই সেদিকেও অনেকটা যেতে হবে আমাকে ট্রলি নিয়ে|এমন সময় বিড়ালিনী কে দেখলাম, সামনের মহিলা যাত্রীর সুদৃশ্য স্কন্ধে ,স্লীভলেস ব্লউসের আড়ালে ।মাঝে মাঝে উঁকি দিচ্ছে । যথেষ্ট আকর্ষণীয় ট্যাটু,আবেদনময়ী বিড়ালিনীর ।ট্যাটুর বিড়ালিনী চোখ মেরে বললো নীল "ইয়েন এভাষারাপাদুরা "(হোয়াই আর ইউ ইন সো হারি), জাস্ট কাউন্ট ৩০ সেকেন্ড এন্ড সি দি ম্যাজিক!আমিও ১,২,৩,৪,...২০ sec আর আমি দেখি গেট এর সামনে | ওঅঊ ইট ওয়ার্কস |বিড়ালিনী ওগলিং করে বলে গেল "ইটস জাস্ট এ ম্যাটার অফ ৩০ সেকেন্ড নীল"। ট্রাই এনিওহের ইন আর্জেন্সি এন্ড ইট ওয়ার্কস |আপনারাও প্রয়োগ করে দেখুন না |


Rate this content
Log in

Similar bengali story from Abstract