STORYMIRROR

PIJUS SARKAR

Tragedy Others

3  

PIJUS SARKAR

Tragedy Others

দুরন্ত গতির ফাঁদে

দুরন্ত গতির ফাঁদে

1 min
119

সায়নীর চিৎকারে রাস্তার ধারে বাইক থামালো বিশ্বজিৎ। কয়েক সেকেন্ড পরেই এসে দাঁড়ায় দুর্নিবার। তার বাইকের পিছনে বসা ইশিকা সায়নীকে বলল, "কী হল রে!"

-- আর বলিস না, হাইস্পিডে চালানোর কোনো মানে হয় ! সামনেই আবার ওভারব্রিজ !

-- ট্রায়ালেই এই অবস্থা ! আফটার ম্যারেজ কী করবি রে ! ইশিকার গলায় উদ্বেগ।

বিশ্বজিৎ বলল, " এই ভিতুর ডিমটাকে দুর্নিবারের বাইকে উঠতে বল ! ইশিকা তুই উঠে বোস আমার বাইকের পিলিয়নে !"

  দুর্নিবারের বাইকের পিছনের সিটে বসতে বসতেই ঝড়ের বেগে বাইক ছুটিয়ে বিশ্বজিৎ উঠে গেল ওভারব্রিজে। তার কয়েক মুহূর্তের মধ্যে ভেসে এলো আর্তচিৎকার। ঘটনাস্থলে পৌঁছে দুর্নিবার আর সায়নী দেখল, বাইক থেকে দশহাত দূরে ছিটকে পড়ে কাতরাচ্ছে বিশ্বজিৎ। ইশিকার চিহ্নমাত্র নেই।

            ------------


Rate this content
Log in

Similar bengali story from Tragedy