STORYMIRROR

Tinku Ferdous

Comedy Others

2  

Tinku Ferdous

Comedy Others

চোখের দেখা কি আসলেই সত্যি???

চোখের দেখা কি আসলেই সত্যি???

2 mins
154

না, আর এভাবে বাচব না।এই জীবন আমি রাখবই না।আজ একটা কিছু করবই।এমন মুল্যহীন জীবন রেখে কি লাভ?

যা ভাবা তাই কাজ।মোটা এক গাছি দড়ি নিয়ে বারান্দায় দড়ি ঝোলাতে যাচ্ছি। না আর সবার মত রুমের সিলিং এর সাথে কিছু করবনা সবার থেকে লুকিয়ে ।

সবাইকে দেখিয়ে সবার সামনেই করব যা করার।তাই বারান্দার সিলিং এর সাথে ঝোলাবো।আমি দড়ি বারন্দার সিলিং এর দিকে ছুড়ছি।না কিছুতেই ঝুলাতে পারছিনা। ৫ মিনিট হয়ে গেল চেস্ট চালিয়েই যাচ্ছি। কাজের কাজ কিছু হচ্ছে না।তবে এই সময়ের ভেতরেই নিচে রাস্তায় কিছু উৎসুক জনতা জমে গেছে।

তারা আকারে, ইন্গিতে,ইশারায়,চিৎকার করে আমাকে বোঝাতে চাইছে এটা করা অন্যায়, পাপ।

আমি সেটা মানছি না, মানবনা।আমি আজ আমার মনের কথাই শুনব।আমার কস্টের সময় এরা কেউ আসেনি, কাজেই এখন এদের কথা মেনে আমি আমার সিদ্ধান্ত থেকে সরে আসবনা।না মানে না।এই অশান্তি থেকে মুক্তি নিয়ে একটু শান্তিপুর্ন ভাবে থাকতে চাই।আর এজন্য আমি দড়ি ঝুলিয়েই ছাড়ব।তাই দড়ি ছুড়েই চলেছি।

হ্যা ফাইনালি এবার সফল হয়েছি। দড়িতে গিরো দিচ্ছি আর পাশে পাশে তাকাচ্ছি। লোকজন হা করে তাকাচ্ছে। কিচ্ছু আসে যায়না আমার।আমি আর এভাবে বাচতে চাইনা।তাই আজ এই কাজটা করবই।এবং আমি করেই ফেললাম।দড়িতে গিরো দিয়ে আমি এবার দোলনাটাকে ঝুলিয়ে দিলাম।আর অবাক হচ্ছি আসে পাশের মানুষের মুখের চেহারা দেখে।কি ভেবেছিল এরা আর কি পেল?

এরা যাই পাক, আমি কি পেলাম সেটাই আমার কাছে বড়। ও আচ্ছা আমি কি পেলাম?

আমি পেলাম দক্ষিণমুখি বারান্দায় আরামে বাতাশ বসে দোল খাওয়ার জন্য একখানা দোলনা।হা হা।

বি:দ: সব সময় চোখের সামনে যা দেখে যা ভাবছেন সেটা সব সময় সত্যি নয়।



Rate this content
Log in

Similar bengali story from Comedy