Unmask a web of secrets & mystery with our new release, "The Heel" which stands at 7th place on Amazon's Hot new Releases! Grab your copy NOW!
Unmask a web of secrets & mystery with our new release, "The Heel" which stands at 7th place on Amazon's Hot new Releases! Grab your copy NOW!

Sankha sathi Paul

Inspirational

2  

Sankha sathi Paul

Inspirational

বইমেলা

বইমেলা

1 min
692


বেশ কয়েক বছর ধরেই বলাকার বই বেরোচ্ছে বইমেলায়, ভ্রমর ছদ্মনামে। পাঠকরা কেউই জানে না - - কে এই ভ্রমর আদপে। এর আড়ালে এক মর্মান্তিক গল্প আছে। বলাকা ভালোবেসে বিয়ে করেছিল সার্থককে। সরকারি চাকরি - - দুই বাড়ি থেকে মেনেও নিয়েছিল। বলাকা বরাবরই লেখালিখি করত, তবে তা ঐ ডায়েরিতেই থেকে যেত। সার্থককে দেখিয়েছিল একবার - - সার্থক তো দেখে খুব তাজ্জব হয়ে গিয়েছিল। বলাকা-কে কথা দিয়েছিল পরের বইমেলাতে ঐ গল্পগুলো একত্রিত করে বই বের করবে, ওর ভাই-এর প্রকাশনী থেকে।

বই বেরিয়েছিল - কিন্তু বলাকার নামে নয়, সার্থকের নামে। বলাকা দুঃস্বপ্নেও ভাবে এভাবে ঠকে যাবে। অথচ প্রতিবাদ করতেই শুরু হয়েছিল অত্যাচার।


এরপর আরও কয়েক বছর বলাকার গল্প চুরি করে সার্থক নামী লেখক হয়ে উঠেছিল।


বলাকার শুধু ওর প্রিয় বন্ধু, ঊর্মিকে বলেছিল এই গোপন কথা। তখন যদিও জানতো না, ঊর্মির মামা প্রকাশক। তারপর তিনটে বছর এই ছদ্মনামে বই প্রকাশ।


আজ বইমেলাতে ভ্রমরের আত্মপ্রকাশ হবে, পাঠকদের বারংবার অনুরোধে। সেই অনুষ্ঠানে নিমন্ত্রিত সার্থকও।


বলাকা জানে, আজকের পর এই সংসারে ওর ফেরা হবে না। তবে আফসোস নেই। একটা চাকরি জুটিয়ে নিয়েছে। মিথ্যা ঘর আজ পেছনে পরে থাক।


বইমেলার পথে পা বাড়ায় ভ্রমর, ওরফে বলাকা। 


Rate this content
Log in

More bengali story from Sankha sathi Paul

Similar bengali story from Inspirational