Rinki Banik Mondal

Inspirational

0  

Rinki Banik Mondal

Inspirational

ভুলের মাশুল(বিষয়-ভুল সংশোধন)

ভুলের মাশুল(বিষয়-ভুল সংশোধন)

1 min
874


আজ বাবার সাথে অভি মুখোমুখি রাস্তায়।কিন্তু একি!বাবাকে দেখে অভি কান্নায় ভেঙ্গে পড়ে বললো-"ভুল করেছিলাম বাবা,ফিরে চলো।"

           বাবা বলে-"মনে আছে খোকা?-'আয় আয় চাঁদমামা',ঘুমপাড়ানি মাসি-পিসি-র'গান গেয়ে তোর মা তোকে ঘুম পাড়াতো।আমি যখন বাড়ি বাড়ি ধূপকাঠি বিক্রি করে তোর জন্য কোনদিন ফল-দুধ কিনে আনতাম তখন তোর মা খুশি হত,খোকাটা ভালোমন্দ খাবে এইভেবে।নিজের শাড়ি কিনতোনা।যখন চাকরি করে আমাদের তোর নিজের বড়বাড়িতে নিয়ে গেলি তখন খুব খুশি হয়েছিলাম।বৌমার কাছে একদিন চা আবদার করার ভুলের শাস্তি বৃদ্ধাশ্রমের একাকীত্ব আর শূন্যতা হলো?বাজার করতাম,মুন্নিকে স্কুল থেকে আনতাম।এগুলোতো ভুল হয়নি।তোকে মস্ত বড় মানুষ গড়ার স্বপ্নই কি ভুলছিল?"

            অভির চাকরি নেই।ভুলের মাশুল দিচ্ছে।জোড় করেই মা-বাবাকে নিয়ে গেলো।বৌমাও নিজের ভুল বুঝলো।


Rate this content
Log in

Similar bengali story from Inspirational