বেশ আছি
বেশ আছি
শান্তনু,কতক্ষন যে ঘাসের গালিচায় বসেছিলাম,
তা এখন আর মনে পরেনা, প্রথম প্রথম অপেক্ষার মুহূর্তগুলো বড় ক্লান্ত লাগতো,
এখন সেগুলো গা সওয়া হয়ে গেছে,
জানোতো যখন টাচ স্ক্রিনে তোমার নামটা ভেসে উঠতো, অথবা তুমি যেদিন আসবে বলতে মনফাগুনে সেদিন আমার বসন্ত ৷
অনেককিছু হারাবার পর যে তোমাকে খুঁজে পাওয়া, আমার র্নিজলা হৃদয়ে তখন দুকুল ভাসানো প্লাবন৷
আমার মনখারাপের বিছানাটা তোমার কথার আদরে ভরে যেতো৷ খুনসুটির চাদরে ঢাকা পরতো যাবতীয় ভাঙা মনের ক্ষতগুলো৷ তোমার আশ্বাসগুলোয় বিশ্বাস রেখে দুচোখে আঁকতাম স্বপ্নের জলছবি৷
স্বপ্নগুলো এখন শীর্নকায়া নোনাজলের একটা নদী ৷
বিশ্বাস করো শান্তনু সেজন্য আমার কোনও কষ্ট নেই৷ কষ্টগুলো এখন আমার কাছে এক একটা মৃত শবদেহ৷ তুমিই একদিন বলেছিলে কাউকে ভালোবাসা আর কাউকে ভালোরাখা দুটোর মধ্যে পার্থক্য আছে৷ আমি জানিনা তুমি কোনটা করেছো৷ আমার কোনও অভিযোগ নেই তোমার বিরুদ্ধে, কারন যে পাখির ডানাটাই ভেঙে গেছে অকাল ঝড়ে, তারতো বাসা বাঁধতে নেই৷ তার থেকে এইই বেশ আছি৷ তুমিও ভালো থেকো৷
ইতি