বৌকে হেল্প করা
বৌকে হেল্প করা
আমরা যারা সবসময় চাকুরী বা অফিসিয়াল কাজে বাসায় থাকি না, তারা কখনো বুঝতে পারি না যে আমাদের স্ত্রীরা যারা গৃহিনী তারা ঘরে কত কষ্ট করে ঘরের সব কাজ একা একা করে থাকে | এই জিনিসটা আমি পুরোপুরি বুঝতে পারি যখন বৌকে ঘরের কাজে হেল্প করতে গেলাম | আজ সারাদিন গিন্নিকে অনেক কাজ করে দিলাম | মনটা খুব ফুরফুরে লাগছে এই ভেবে যে গিন্নিকে হেল্প করতে পেরেছি একদিনের জন্য হলেও | বৌ এর প্রতি অন্যরকম একটা রেসপেক্ট ক্রিয়েট হল | আসলে স্ত্রীরা হল ঘরের প্রধানমন্ত্রী | স্যালুট সকল অর্ধাঙ্গিনীদেরকে |