বাড়ি বদলে যায়
বাড়ি বদলে যায়
আগেরবারে ভালো দাম পাওয়া যায়নি। খরচ খরচা বাদ দিয়ে দু'লাখের বেশি থাকেনি। একে তো ছেলে হয়েছিলো, তায় পুলিশ টুলিশের ঝামেলা নাকি মেলাই বেড়ে গেছে, জুলি বলছিলো।
সস্নেহে বৌ ঊষারাণির স্ফীত পেটে হাত বোলায় নিবারণ। তার বৌটা বছরবিয়োনি। গাছ বেঁচে থাকতে ফলের চিন্তা কি? ইউএসজি না কি বলে, করে দেখেছে, এবারে জোড়া বাচ্চা, আর দুটোই মেয়ে। সত্যি, ভগবান যখন দেন, ছপ্পর ফেঁড়ে দেন।
বারবার বাড়ি বদলাতে ভাল্লাগেনা, কোথাও একটা থিতু হতে হবে। বয়সও হচ্ছে। এবারে যদি লাখদশেক পায় তবে নিজের একটা ছোটমোটো ব্যবসা শুরু করে দেবে নিবারণ।