বাবার সাথে সময় কাটানো
বাবার সাথে সময় কাটানো




Dear Diary (প্রিয় ডায়েরি)
শুধু আজকেই নয় লোকডাউনের কারণে এখন বাবার সাথে প্রায়ই দেখা হয় | আমার বাবা অনেক খোলামেলা একজন মানুষ | এই বয়সেও বাবা গল্প করতে ও আড্ডা মারতে খুব পছন্দ করেন | চাকুরীর ও ব্যবসার কাজের কারণে বাবার ও আমার দেখা কম হত | তাই এখন বাবা বাসায় থাকার কারণে সকাল থেকেই আড্ডা, গল্প, খাওয়া দাওয়া, সব অনেক আনন্দের সাথে চলতে লাগল | এভাবেই সারাদিন কেটে গেল |