অনলাইনে রান্না শেখা
অনলাইনে রান্না শেখা
Dear Diary (প্রিয় ডায়েরি )
আজ সকালে নতুন একটা আইডিয়া মাথায় আসল | আচ্ছা রান্না শিখলে কেমন হয়, তাও আবার অনলাইন থেকে | তাই সকালে ব্যায়াম করার পর নাস্তা করলাম | তারপর অনলাইন ইউটিউব থেকে রান্নার কিছু ভালো রেসিপি দেখতে লাগলাম, রীতিমতো ডায়েরি নিয়ে বসে পড়লাম নোট করার জন্য | এত ভালো ভালো রান্নার রেসিপি আছে যে চিন্তাই করা যায় না | কিছু রান্না করা শিখলাম, যেমন মুরগির ঝাল ফ্রাই, আইসক্রিম, স্যান্ডউইচ ইত্যাদি বানানো |নিজের হাতে জীবনে প্রথম রান্না করলাম | খুব মজা করলাম আর নিজের রান্না খেলাম |