অনলাইনে কোর্সের দ্বিতীয় দিন
অনলাইনে কোর্সের দ্বিতীয় দিন


Dear Diary (প্রিয় ডায়েরি)
দ্বিতীয় দিনের মতো আজকেও অনলাইনে কোর্স করার জন্য নিজের মোবাইল নিয়ে বসে পড়লাম | কিন্তু একি অনলাইনে ঢুকতে পারছি না কেন? পরে দেখলাম যে আমার মোবাইলে ইন্টারনেট ব্যালান্স শেষ | কি আর করা বিকাশ কোম্পানি থেকে মোবাইলে ইন্টারনেট রিচার্জ করলাম | গতকালকের শুরু করা চারটি কোর্সের দ্বিতীয় দিনের পড়া শেষ করলাম | প্রায় সাত ঘন্টা পড়াশোনা করলাম | অনেক দিন পর পুরোদমে পড়াশোনা শুরু করলাম |