অনলাইনে ক্লাস নেয়া
অনলাইনে ক্লাস নেয়া
আমি একজন প্রফেশনাল শিক্ষক হিসাবে এটা খুব গভীরভাবে চিন্তা করে দেখেছি যে এই লোকডাউনের সময়ে অনেক স্টুডেন্টসরা পড়ালেখা থেকে দূরে থাকে, ফলে তারা তাদের অনেক পড়া ভুলে যায় এবং অনেকে তো পরে আর পড়াশুনাই করতে চায় না | তাই চিন্তা করলাম ওদেরকে অনলাইন এ পড়ালে কেমন হয় | তাই আমার অন্য শিক্ষকদের সাথে আলোচনা করে, প্রত্যেক ক্লাস টিচার দ্বারা স্টুডেন্টসদেরকে ফোন দেয়ালাম | সময় নির্ধারিত করে এক ঘন্টা করে সারাদিনে পাঁচটি ক্লাস নিলাম | ফেইসবুক এ লাইভ ক্লাস নিয়েছি | এই বন্ধের সময় ও বাচ্চাদের কিছু ক্লাস নিলাম, বিষয়টা সত্যি অনেক দারুন |