STORYMIRROR

Sumaya khan Mahi

Tragedy Others

2  

Sumaya khan Mahi

Tragedy Others

আমার জীবনের এক গল্প।

আমার জীবনের এক গল্প।

1 min
77

আমার বয়স তখন মাত্র সতেরো।বাবা আমার বিয়ের জন্য পাত্র খুঁজছেন। আমাদের বাসা একদম গ্রামে।তখন মেয়েদের বয়স পনেরো মানে অনেক বেশি। আমি আমার বিয়ের জন্য পাত্র খুঁজছেন শুনে ও বাবাকে কিছু বলতে পারিনি। ইচ্ছে ছিল পড়াশোনা করি। কিন্তু বাবার কাছে হয়তো বোঝা হয়ে গেলাম। আমার বিয়ে যার সাথে আমি তাকে দেখিনি আর কথাও বলিনি কারণ এখনের মতো সুযোগ নেই যা কথা বিয়ের পরে। শুধু শুনেছি ছেলেটা ঢাকায়া বেশ ভালো বেতনের চাকরি করেন। আমাকে যেদিন দেখতে আসে সেদিন মাথা তুলে একবারো তাকালাম না। সাহস পায়নি পর পুরুষের দিকে তাকানোর আর লজ্জাও হচ্ছিল।যায় হোক বিয়ের জন্য সময় মাত্র ১৫ দিন। তার মধ্যেয় বিয়ে।আজকে আমার বিয়ে। আমি এখন বাসর ঘরে বোসে আছি।


Rate this content
Log in

Similar bengali story from Tragedy