Mehedi Hasan Rakib

Classics Others

4  

Mehedi Hasan Rakib

Classics Others

আক্ষেপ

আক্ষেপ

1 min
461


পকেটে টাকা নেই, তাই তো এতো আক্ষেপ। টাকা থাকিলে কি আর আক্ষেপ থাকিতো, মনে তো হই না। 


আক্ষেপ কি? ;- আক্ষেপ হলো -উদ্বিগ্নতা, মানসিক আর্তি, ব্যাকুলতা।

তাকে না পাওয়ার যে আক্ষেপ তা কি আর লিখে প্রকাশ যাবে?

সে আমার হয়ে ছিল ক্ষুদ্র করে ৪ বছর। তাকে এক নজর দেখার মত সুখ যেন আর কিছুতেই ছিল না, তাকে এক নজর দেখতে ঘন্টার পর ঘন্টার অপেক্ষায় থাকা মুহুর্তটাও যেন ছিলো মধুময়। সে পাশে থাকলে, দুনিয়াবি সকল চিন্তা যেন, কর্পুরের মত উড়ে যেত। তার হাসির ব্যাখ্যা আমি দিতে ব্যার্থ। 

তবে উপসংহার টা এতো আক্ষেপময় হবে তা কি আর জানতাম তখন।  যাকে হাড়ানোর কথা চিন্তা করতেও আমার নি-শাস্ব বন্ধ হয়ে আসতো,তাকে যখন সত্যিই হারিয়ে ফেলি, তখন নিজেকে যেন রাস্তার পাশে বসে থাকা অসহায়ের চাইতেও অসহায় মনে হয়েছিল। যার জন্য এই শহরে বসবাস, সে এখন অন্য শহরের বাসিন্দা।


পরিশেষে, 

 তাকে যদি পেয়েই যেতাম, তাহলে হইতো তাকে না পাওয়ার আক্ষেপটা আর থাকতো না।। হতে পারতো তার প্রতি ভালোবাসাটাও ফুরিয়ে যেত______-


Rate this content
Log in

Similar bengali story from Classics