যেতে চাই আমি তোমারি কাছে
যেতে চাই আমি তোমারি কাছে
যেতে চাই আমি তোমারি কাছে
নীল আকাশের বুকে ভেসে
পাখি যেমন যায় যে উড়ে
দূর গগনপানে
আশার পদচিহ্ন ধরে
সাঁঝের কল্পনালোকে
আমিও যাবো হাওয়ায় ভেসে
তোমার কথাই ভেবে
পূব আকাশের কোণে
মিষ্টি হাওয়া আসবে ধেয়ে
প্রাণফুল মোর উঠবে নেচে
তোমার অনুরণে
প্রাণের গভীরে আছে রাখা
বকুল ফুলের মালা
প্রেমের সোহাগে বাঁধা
তোমার আগমনের আশায়
হৃদয়ে গড়েছি বাসা
রইনু জেগে নিশিকালে
আশার প্রদীপ জ্বেলে
আমার সকল আশার সকল ব্যথার
হবে সমাপন প্রভাতে
যখন তোমার ঊষার কিরণমালা
পড়বে মোর হৃদয়ে
