যদি ফিরে পাও
যদি ফিরে পাও

1 min

304
কোনোদিন যদি ফিরে পাও ঝরাপাতা
এলোমেলো চুল, ঘামের গন্ধমাখা
মেদুর আলোয় বসন্ত ফিরে আসে
কুচি কুচি ফুল ঘাসের নরমে আঁকা
যদি মনে পড়ে কোনোদিন সেই গান
রুমালে ছিল যে লেখা রেশমী সুতোয়
কিভাবে কমলা রঙেতে ছিল সে স্নান
কখন যে জল ভুলেছি তোমারি হাতে।
কিভাবে তোমার চোখে চোখে বিদ্যুৎ
মিশেছে আমারি বেভুল বাদলা হাওয়ায়
তারপরে কখন দিয়েছে দোয়েল শিস
এক ফোঁটা বসি তোমার ও নিকানো দাওয়ায়।
এলোমেলো যেন বইছে হাওয়ারই দল
অগোছালো হলো ঘরকন্নার এ সুতো
কোন সে নদীতে হারালো দুবাহু পথ
শুধু হাতটি রইল যে পড়ে খালি হাতে।