STORYMIRROR

Debmalya Mukherjee

Classics Others Children

3  

Debmalya Mukherjee

Classics Others Children

গৌরী এলদেবমাল্য মুখোপাধ্যায়

গৌরী এলদেবমাল্য মুখোপাধ্যায়

1 min
284


টাক ডুমাডুম ঢাক ঢোল বাজছে দেখ ওই।

মেনকা বলে আমার উমা গেল কই।।

আশ্বিনের শারদপ্রাতে আলোক মন্জড়িতে।

পুত্রকন্যা সহযোগে উমা আসেন বাপের বাড়িতে।

একটি আবার নাদামুখো, দাঁত দুটি তার মুলোর মত,

কান দুটি তার কুলোর মত, সামনে বড় ভুঁড়ি।

কমলে কামিনী তার সঙ্গে বেঁধেছে দেখ জুড়ী।

আরেকজন বিনায় ঝংকার তোলে।

কেতো ব্যাটার ময়ূর তাই নাচে পেখম মেলে।

ধুতি পরে ধনুক নিয়ে আসে ব্যাটা কেতো।

জমবে এবার সবাই মিলে মর্ত লোকে যত।।

এদের মাঝে অসুর ব্যাটাকে ভুলি কেমন করে।

মা দুর্গা তাই আসেন সিংহের পিঠে চড়ে।।

ষষ্ঠীতে হয় মায়ের বোধন, সপ্তমীতে পুজো।

অষ্টমীতে অঞ্জলিতে মনের মানুষ খোঁজো।

নবমী নিশীথে বাজে সানাইয়ের সুর।

পরের দিনেই যাবেন মা চলে অনেক দূর।।

বিজয়াতে কোলাকুলি মিষ্টিমুখ করে।

বড়রা ছোটদের আশীর্বাদ করেন দুই হাত ভরে।

এই রীতি চলুক প্রতি বছরে।



Rate this content
Log in

Similar bengali poem from Classics