STORYMIRROR

PIJUS SARKAR

Inspirational

4  

PIJUS SARKAR

Inspirational

যদি মুখ খুলি

যদি মুখ খুলি

1 min
443

আমি যদি মুখ খুলি

খসে পড়ে আকাশের তারা --

প্রতিবাদী স্ক্রিনে ফুটে ওঠে 'মিসড্ কল'- এর চেহারা।

সমুদ্রে নাট্য যবনিকা পাতে

উপহার ছিন্ন শত পশুর শির --

'টাইফুন' রুখে দেয় দুর্লঙ্ঘ্য চিনের প্রাচীর।

ছাত্রদের দাবি-সনদ সম্বল করে

তারাদের মিছিলে হেঁটে যাই --

বৃষ্টির দম্ভে সদিচ্ছা পুড়ে হয় ছাই।

আমি যদি মুখ খুলি

কলরব হয় কল্লোল --

দায়িত্ববোধহীনের তপ্ত বালুকারাশি বাধায় গোল।


মুখরিত জ্যোৎস্নায় ভাসে চরাচর --

নিস্পৃহ মৌনতাই কষ্টি পাথর।


Rate this content
Log in

Similar bengali poem from Inspirational