STORYMIRROR

Bodhayan Aich

Romance Tragedy Others

4  

Bodhayan Aich

Romance Tragedy Others

যাও গো এবার যাওয়ার আগে রাঙিয়ে

যাও গো এবার যাওয়ার আগে রাঙিয়ে

2 mins
275


হটাৎ একটা ফোন...

ওপার থেকে দুটো শব্দ ভেসে এলো- "সব শেষ"।

মনে হলো একশ টা বাজ একসাথে একজায়গায় পড়লো।

উন্মাদের মত ছুটে গেলাম, ভীড় ঠেলে সামনে যেতে তোর নিথর দেহ টা দেখে থমকে গেলাম।

ধীর পায়ে এগিয়ে গেলাম তোর কাছে, শেষ বারের মত আমার কোলে তোর মাথা টা তুলে নিয়ে তোর চোখে চোখ রাখলাম।

আগে কখনো এক ভাবে তোর দিকে তাকিয়ে থাকিনি, তোর অভিমান ও ছিল তাতে। বলতি ওই দেখ অমুকের bf কি সুন্দর ওর দিকে তাকায়, তুই কেন তাকাস না?? বলতে পারিনি যে এক দৃষ্টে তোকে আমি মনের অন্তরায় সব সময় দেখতে থাকি।

আমার প্রিয় অষ্টমীর শাড়ি টায় তোকে আজ বেশ মানাচ্ছে। কপালে ছোট্ট টিপ, মুখে এক তৃপ্তির হাসি।

একহাতে সেই মুঠো তে বন্দি তোর আমার প্রথম স্মৃতির রুমালটা।

চোখে ভেসে ওঠে তোর আমার মান অভিমানের দিন গুলো,

খুনসুটিতে ভরা সময় গুলো, বিন্দ্রায় ভরা রাত গুলো।

আরেক হাতে আমার ঘড়ি টা, যেটা হস্ত গত করার জন্য টানা দু সপ্তাহ ঝগড়া করেছিলি। সময় টা থমকে গেছে ৫ টা ১৮ তে। সেই সময় যে সময় আমাদের প্রথম দেখা হয়েছিল, সেই সময় যে সময় আজ আমরা নতুন করে নিজেদের আবার রাঙাতে চেয়েছিলাম দুজনের মনের রঙে।

তোর গালে এখনো সেই আমার দেওয়া আবির টা রয়ে গেছে। 

আমাদের একসাথে কাটানো বসন্ত হয়তো আর ফিরবে না, ফিরবে না সে সব কিছুই।

আসতে আসতে চারপাশ আমারও ঝাপসা হতে শুরু করে দিল, শুধু তোকেই দেখতে থাকলাম। আসতে আসতে সব আওয়াজ যেন কেমন বন্ধ হতে লাগল, কানে আসতে লাগলো কিছু মানুষের গুন গুন আর......

"যাও যাও যাও গো এবার যাওয়ার আগে, রাঙিয়ে দিয়ে যাও...তেমনি আমায় দোল দিয়ে যাও যাবার পথে আগিয়ে দিয়ে, কাঁদন-বাঁধন ভাগিয়ে দিয়ে॥"


Rate this content
Log in

Similar bengali poem from Romance