STORYMIRROR

Animesh Gupta

Fantasy

3  

Animesh Gupta

Fantasy

উঠোন

উঠোন

1 min
17.3K


গাঙের জলে মেঘের বাড়ীর রোদ

হাতের কাছে দূর গগণের মাটি,  

কাছের বাতাস দূরের দিকে চেয়ে

বদলে দিচ্ছে বাগান, শীতলপাটি।   

 

আঁচল-মাটি, ঘুম জড়ানো চোখে                          

দাঁড়িয়ে আছে একলা রোদের মায়া,  

আয়না জলে ফুটছে নিপুণ হয়ে  

দূরের আকাশ, মেঘের বাড়ীর ছায়া।

 

জ্বর এসেছে এমন বেলার গায়ে  

আলোও কেমন ময়ুর হয়ে এলো,

গড়ের পাশে নিঝুম পাকুড় পাতায়   

বাউল হাওয়া হঠাৎ এলোমেলো৷

   

আলোর সকাল এবং সন্ধেগুলো

মাতায়, মাতে; আবেগে উথলানো

শুধু আঁধার উঠোনটুকু বলে 

দুপুর কারো হয়না তো কক্ষনো !


Rate this content
Log in

Similar bengali poem from Fantasy