STORYMIRROR

Animesh Gupta

Fantasy

2  

Animesh Gupta

Fantasy

কবি, তোমাকে----

কবি, তোমাকে----

1 min
16.8K


তোমার শব্দের দ্যুতি

অথবা দ্যোতনা

এসব উজ্জ্বল নিয়ে মাথাব্যাথা

আমার ছিলনা কোনদিন,

আজো নেই ।

 

আমি যা চেয়েছি এতদিন ...   

তোমার বলার সব কথা 

ঢেউ হয়ে, নিশ্চিহ্ন হয়ে

নৈঃশব্দের বিস্ফোরণ ঘটাক।

 

আর ...

 

আমরা সেই ঝরণাতলায় আত্মহত্যা করি।


Rate this content
Log in

Similar bengali poem from Fantasy