STORYMIRROR

Animesh Gupta

Romance

3  

Animesh Gupta

Romance

দৃষ্টিপ্রদীপ

দৃষ্টিপ্রদীপ

1 min
13.5K


ভেবেছিলাম দেখা হবেনা আর, এ জীবন এমনই রয়ে যাবে 

মিত্র বাড়ীর ময়নাটির মতো ...

টাঙানো রয়েছে খাঁচা, দরজাও খোলা তবু কোত্থাও যাওয়া হলনা 

 তবু, কি আশ্চর্য বলো ! সেই দেখা হল

বাজ পড়া হলুদ আলোয়, নিভে আসা বিকেলের কোলে

দেখা হল আঝোর বৃষ্টিতে ...

কেউ ছিলনা পুরনো মন্দিরে, শুধু উড়োপাতা

শুধু একা বিগ্রহের দোরে

 দেখা হল, বিদায়ও হল, দায় ছিলনা কারো

জলের বুকে জলশব্দ স্তব্ধ পুকুরে 

জন নেই, মনিষ্যি নেই, হিসেবও ছিলনা কোন দেওয়ার মতো  

শুধু একটি প্রদীপ জ্বলল কোথাও, শুধু একটি শাঁখ বাজলো

আর

আলোকশিখার মতো জ্বলে উঠল আমার দুঃখগান ... 

 তোমায় ধরে রাখব সে জোর কোথায় বল ... 

জন্মলগ্নে বিষাদ । হয়ত থাকতে হবে আরো কিছুদিন

মিত্রদের ময়নাটির মতো। 

 তবু যেন দৈবাত বলেছি ...

দেখা হবে অন্য কোথাও, অন্য কোন দৈবীপথে আবার

সেদিন কোন আকাঙ্খা থাকবেনা, সেদিন কোন প্রতিদানও নেই 

শুধু দৃষ্টিপ্রদীপ জ্বলে উঠবে


Rate this content
Log in

Similar bengali poem from Romance