উদ্বোধন
উদ্বোধন
উদ্বোধন হয়ে গেল ...
থালার ওপর চাকরি খোয়ানো কাঁচি ।
এবার এটা শুধু শিলালিপি, ঐতিহাসিক
আমরা দাদা প্রেজেন্ট টেন্সে বাঁচি ।
ক্যামেরার চোখ ভীষন ব্যস্ত,
জ্বলে নেভে জ্বলে , জ্বলে নেভে জ্বলে
পোস্টে পোস্টে হাঁ করা মাইক, কথা বইছে ঘরে
জানলা দরজা বন্ধ করেও নিজেদের কথা বন্ধ
মন্ত্রী যাবেন ফিতে কাটতে, ফিতে কাটবার পরে ।