STORYMIRROR

Debabrata Mukhopadhyay

Abstract

3  

Debabrata Mukhopadhyay

Abstract

তুমিও পারো

তুমিও পারো

1 min
570

ধ্বংসের কথা আমি বলতে পারি

সে তুমি পুরুষ হও বা নারী ...


তোমার মোমের মত শরীর

তোমার উদগ্রীব গোপনতা


তোমার মুখের আড়াল

ফেসিয়াল

তোমার ঢেউ, উচ্চতা


সবার জন্যেই এক কথা।


বাতাস বইছে

আকাশ জ্বলছে আর নিভছে

উত্তরমেঘ চলেছে দক্ষিণে

পথ না চিনেই

পায়ের তলা দিয়ে পার হয়ে যাচ্ছে সময়।


বাতাস বইছে

কেউ কারুর নয়, কেউ কারুর নয়

বলতে বলতে,

ধুলো উড়ছে খেলতে খেলতে ।


দেয়ালগুলোয় কেউ নেই

পিতা, পিতামহ প্রপিতামহ

এসব নিয়ম উঠে গেছে কবেই ।


এখন ল্যান্ডস্কেপ,

সংক্ষিপ্ত হয়েছে আক্ষেপ।

শোক সংযত হলেই যথার্থ

এটাই চল্ ,

কাঁধে হাত রেখে কেউ বলবে

‘কি করবি বল্’ ।

ব্যস শেষ,

চিরকালের মত নিরুদ্দেশ ।


তুমি এসব জানো

নিশব্দে অন্ধকারে চলে যায় নক্ষত্রেরাও এখনও। 

ভুলে যাও , ভুলে যাওয়া ভালো

বিস্মৃতিতে নিরুদ্বিগ্ন বেঁচে থাকো আরো।

নিয়মিত নির্মমতা,

ধ্বংসের কথা

তুমিও বলতে পারো ।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract