তুমি চাইলে
তুমি চাইলে


এসে এই নিরুদেশের পথে, আমি পোস্টার লাগাবো
সারা বিকেল
তুমি জানো না, তুমি চেনো না
চেনো না আমাকে।
এসে এই পুরোনো দালানে, আমি দাঁড়াবো
সারা বিকেল
তুমি জানো না , তুমি চেনো না
চেনো না আমাকে।
এসে এই দুপুর বেলা ছাদে, ঘুড়ি উড়াবো
সারা বিকেল
তুমি জানো না , তুমি চেনো না
চেনো না আমাকে।
........
এসেছিলে যেদিন সেই নিরুদেশের পথে, পোস্টের লাগাইনি সেদিন।
পুরোনো দালানে দাঁড়িয়ে ছিলে, দাঁড়ায়নি সেখানে
সেদিন।
দুপুরে যেদিন ঘুড়ি উড়িয়েছিলে,
উড়াইনি আমি সেদিন।
........
সাইকেল নিয়ে ঘুরতে যাবো
সারা বিকেল,
যেতে পারো চাইলে ।
আবির নিয়ে খেলব
সারা বিকেল,
খেলতে পারো চাইলে।
ভিন্ন রঙের পাথর জমাব
সারা বিকেল,
জমাতে পারো চাইলে।
.........